জাতীয় সংসদ নির্বাচন ২৩ ডিসেম্বর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন সরকার, ভোটে ইভিএম ব্যবহার, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েনসহ বেশ কয়েকটি ইস্যুতে সরকার ও বিরোধী দলের মতপার্থক্যের মধ্যেই ভোটে সবার অংশগ্রহণের প্রত্যাশা রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ঘোষিত এই তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর হবে ভোটগ্রহণ, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৯ নভেম্বর পর্যন্ত, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। প্রতীক বরাদ্দ ৫ ডিসেম্বর।

তফসিল ঘোষণার ভাষণে সিইসি কে এম নুরুল হুদা বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিযোগিতাপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন প্রত্যাশা করি।

তিনি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের মালিকানার অধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়; নতুন সরকার গঠনের ক্ষেত্র তৈরি হয়। এমন নির্বাচনে দেশের সব রাজনৈতিক দলকে অংশগ্রহণের জন্য আবারো আহ্বান জানাই ।

নির্বাচনে (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা হবে জানিয়ে নূরুল হুদা বলেন, নির্বাচনী প্রচারণায় সকল প্রার্থী ও রাজনৈতিক দল সমান সুযোগ পবে। সকলের জন্য অভিন্ন আচারণ ও সমান সুযোগ সৃষ্টির অনুকূলে নির্বাচনে (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা হবে। এসব নিয়ে শীঘ্রই প্রয়োজনীয় পরিপত্র জারি হবে।

add-content

আরও খবর

পঠিত