কাতার বিশ্বকাপ জয়ী মেসিকে অভিনন্দন জানালেন বন্ধু নেইমার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : দীর্ঘ ৩৬ বছর ধরে বিশ্বকাপের শিরোপা খরায় ছিল আর্জেন্টিনা। এদিকে চারটি বিশ্বকাপ খেলেও দেশকে শিরোপা জেতাতে পারেননি দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। এমন পরিসংখ্যান নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে নিজের ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে এসেছিলেন মেসি।

মরুর বুকে বিশ্বকাপের প্রথম ম্যাচে অঘটনের হারের পরও ফাইনালে উঠে আর্জেন্টিনা। যেখানে তারা শিরোপা নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে পরাজিত করে সব আক্ষেপ পূরণ করলেন মেসি ও আর্জেন্টিনা দল।

আর্জেন্টাইন দলের এমন কীর্তির দিনে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রও বন্ধু মেসিকে অভিনন্দন জানাতে ভুল করেননি । মেসি ও নেইমারের বন্ধুত্ব নিয়ে বলার কিছু নেই। বিশ্বের সবাই তাদের বন্ধুত্বের আরও সুন্দর দিকটি দেখতে পেয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। সেবার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মেসির আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে হেরেও মেসিকে জড়িয়ে ধরে কান্না বিজড়িত চেহারায় অভিনন্দন জানিয়েছিলেন সেবার। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটের মাধ্যমে মেসিকে অভিনন্দন জানান নেইমার।

যেখানে বিশ্বকাপ ও গোল্ডেন বলের ট্রফির সঙ্গে মেসির একটি ছবি আপলোড করে নেইমার ক্যাপশনে লিখেছেন, অভিনন্দন ভাই। একই সাথে একটি হাততালির ইমোজি জুড়ে দেন তিনি

ব্রাজিল ও আর্জেন্টিনা দুই চিরপ্রতিদ্বন্দ্বী হলেও মেসি ও নেইমারের মধ্যে বন্ধুত্ব খুবই ভালো। ক্লাব ক্যারিয়ারে একসাথে খেলার কারণে তাদের মধ্যে সখ্যতাও অনেক। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে দুজনে মিলে জিতেছেন অনেক শিরোপা। এরপর এখন ফ্রান্সের ক্লাব পিএসজির হয়ে ২ জনে মিলে জুটি গড়ে মাঠ মাতাচ্ছেন তারা। তাদের বন্ধুত্বের আরও সুন্দর দিকটি দেখতে পাওয়া যায় গত কোপা আমেরিকার ফাইনালে। সেবার শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মেসির আর্জেন্টিনা। কিন্তু হেরেও কান্না বিজড়িত চেহারায় মেসিকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছিলেন নেইমার। যা তাদের ভক্ত সমর্থকদের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছিল।

এবারও বন্ধু নেইমারের কাছ থেকে অভিনন্দন পেলেন মেসি। ফলে নিশ্চয়ই মেসি ক্লাবে ফিরে নেইমারের এই অভিনন্দনের ধন্যবাদ জানাবেন। এখন অন্তত শিরোপা জয়ের উৎসব করুক সর্বকালের সেরা এই ফুটবলার।

add-content

আরও খবর

পঠিত