নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে মো. আশরাফুল আলম ওরফে রকি (৩৩) নামে মাদক ব্যবসায়ীকে হেরোইন সহ গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। ১লা জুলাই বৃহস্পতিবার মধ্যরাত দেড়টার দিকে ফতুল্লা থানাধীন মাহমুদপুর সাকিনস্থ ব্যাংক কলোনী মসজিদ রোড তোবারক মিয়ার বাড়ির নিচ তলায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীর রকির কাছ থেকে ২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ১২ হাজার ১শত ৬০ টাকা উদ্ধার করে র্যাব।
২রা জুলাই শুক্রবার নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব-১১এর এএসপি মো.স¤্রাট তালুকদার এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয় ও সরবরাহ করে আসছিল। সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে