হোটেল-রেস্তোরাঁ খোলা থাকবে ১২ ঘণ্টা, বসে খাওয়া যাবে না

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : ৩ দিনের সীমিত লকডাউনের (বিধিনিষেধ) মধ্যে খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ খোলা থাকবে। তবে হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না। খাবার কিনে নেয়া যাবে। আজ ২৮ই জুন সোমবার সকাল ৬টা থেকে ১ লা জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৩দিনের সীমিত বিধিনিষেধ দিয়ে ২৭ ই জুন রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র অনলাইন/টেকওয়ে) করতে পারবে। এছাড়াও লকডাউনে সব ধরনের শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

আর আগেও লকডাউনের সময় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁর ক্ষেত্রে এই সিদ্ধান্ত হয়। গত ২৩ই মে বিধিনিষেধ বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়, হোটেল, রেস্তোরাঁ ও খাবার দোকানসমূহে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে।

add-content

আরও খবর

পঠিত