তিতাসকে ৭২ ঘন্টার মধ্যে সোনারগাঁয়ে গ্যাস সংযোগের আল্টিমেটাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে পৌরসভার একাংশের জনগণ ৭২ ঘন্টার মধ্যে বৈধ গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে আল্টিমেটাম দিয়েছেন। ১০ই জুন বৃহস্পতিবার সকালে উদ্ভবগঞ্জ এলাকায় সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে মানবনন্ধন কর্মসূচীতে এ আল্টিমেটাম দেওয়া হয়।

সোনারগাঁও পৌরসভা বাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচীতে কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন। এর আগে বৈধ গ্যাস সংযোগ দেওয়ার দাবীতে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলামের মাধ্যমে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের কাছে স্বারকলিপি প্রদান করা হয়। সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় মোগরাপাড়া চৌরাস্তা থেকে বারদী সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।

মানববন্ধন কর্মসূচীতে বক্তরা বলেন, আমরা বৈধ গ্যাস সংযোগ গ্রাহক। তিতাস কর্তৃপক্ষ বিনা নোটিশে অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে বৈধ গ্যাস লাইন সংযোগ বন্ধ করে দেয়। এতে করে সোনারগাঁও পৌর এলাকার একাংশের প্রায় ৮ হাজার পরিবারের রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে ওই পরিবারগুলো অনেক কষ্টে জিবন যাপন করছে। কেউ মাটির চুলা, কেউ ইট দিয়ে অস্থায়ী চুলা, আবার কেউ  গ্যাস সিলেন্ডার ক্রয় করে তাদের রান্নাবান্না করছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে বৈধ গ্যাস সংযোগ না দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও তিতাস জোনাল অফিস ঘেরাও করার ঘোষণা দেওয়া হয়। এছাড়াও অবৈধ সংযোগ গুলো প্রক্রিয়ার মাধ্যমে বৈধ করে নেওয়ার দাবী জানানো হয়।

উল্লেখ্য, গত ৫ই জুন দুপুর থেকে দৈলেরবাগ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাপ্লাই ইউনিট থেকে কোন নোটিশ ছাড়াই সোনারগাঁও পৌরসভার একাংশের অবৈধ গ্যাসের সংযোগের পাশাপাশি বৈধ গ্যাস সংযোগে গ্যাস সাপ্লাই বন্ধ করে দেয়। ফলে পৌর এলাকার ৮ হাজার পরিবার ভোগান্তিতে পড়ে।

add-content

আরও খবর

পঠিত