এবার সোনারগাঁয়ে জুয়ার আস্তানায় র‌্যাবের হানা, গ্রেফতার হলো ৫ জুয়াড়ি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে অবৈধ জুয়ার আস্তানা থেকে ৫ জুয়াড়িকে হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ৩০ই মে রবিবার মধ্যরাত ১২টায় সোনারগাঁ থানাধীন সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর সদস্যরা।

অভিযানকালে নগদ ২৪ হাজার ২ শত ৭০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো : মো. আজিম খাঁন (৩৪), মো. ইলিয়াছ মিয়া (৪৫), মো. তাওহীদ মিয়া (৪০), মো. ইরন মিয়া (৪৫) ও মো. ফায়জুল (৪১)।

আজ ৩১ই মে সোমবার বেলা ২টায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, একটি সংঘবদ্ধ চক্র সোনারগাঁ থানাধীন সেনপাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ নানা কায়দায় নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। এই জুয়ার আসরে ৫০/৬০ জন লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো এবং সেখানে বিপুল পরিমাণ অবৈধ অর্থের লেনদেন হতো। উপস্থিত স্বাক্ষী ও স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায়, সাম্প্রতিক সময়ে এই জুয়ার আসরে নিষিদ্ধ জুয়া খেলায় অংশগ্রহণের জন্য জুয়াড়িরা টাকা সংগ্রহের জন্য চুরি, ছিনতাই রাহাজানিসহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত হয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘিœত করে আসছে বলে জানা যায়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নিয়মিত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত