সাংবাদিক রোজিনাকে হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। ১৮ই মে মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম-সচিব (উন্নয়ন অধিশাখা) মো. সাইফুল্লাহিল আজমকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। তদন্ত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন উপসচিব (প্রশাসন-২ শাখা) মো. আবদুছ সালাম ও উপসচিব (জনস্বাস্থ্য-১) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে।

তদন্ত কমিটির আহ্বায়ক যুগ্ম-সচিব সাইফুল্লাহিল আজম বলেন, সাংবাদিক হেনস্তার বিষয়ে তদন্ত কমিটি গঠনের বিষয় জেনেছি। তবে এ সংক্রান্ত আদেশ এখনও হাতে আসেনি। আমি অন্য একটি কাজে ব্যস্ত ছিলাম।

এর আগে ১৭ই মে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে রাতে রোজিনা ইসলামকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে বিরুদ্ধে শাহবাগ থানায় চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে মামলা করা হয়। রোজিনা ইসলামকে ১৮ই মে মঙ্গলবার আদালতে তুলে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন।

add-content

আরও খবর

পঠিত