গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার : সড়ক পরিবহন মন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, চলমান লকডাউন শেষে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার। ২৪ই এপ্রিল শনিবার বরিশাল সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে ভার্চ্যুয়ালি এক মতবিনিময় সভায় এ কথা জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, জনস্বার্থ বিবেচনায় গণপরিবহন চালু হলেও স্বাস্থ্যবিধি মানতে হবে। বিধিনিষেধ শিথিল করার পরও সবাইকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে বাধ্যতামূলক করতে হবে। অর্ধেক আসন খালি রেখে গণপরিবহনে যে ভাড়া নির্ধারণ করা ছিল তার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে শাস্তির আওতায় আনা হবে।

প্রসঙ্গত, ২৩ই এপ্রিল শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, চলমান লকডাউন ২৮ই এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকছে। জীবন ও জীবিকার কথা বিবেচনায় রেখে দোকানপাট ও শপিংমলে দেয়া হচ্ছে। কেউ যেন মাস্ক ছাড়া কেনাকাটা না করে সে বিষয়টি অবশ্যই নিশ্চিত করা হবে। চলাচলে বিধিনিষেধ শিথিল করা হবে। নিশ্চিত করা হবে নো মাস্ক নো সার্ভিস।

এর আগে ১৪ই এপ্রিল বুধবার থেকে শুরু হয় এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন। লকডাউন শুরু হলে অফিস-আদালত, গণপরিবহন এবং দোকানপাট ও শপিংমল বন্ধ করে দেয়া হয়। এরপর গত ২২ই এপ্রিল বৃহস্পতিবার  থেকে আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২০ই এপ্রিল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

add-content

আরও খবর

পঠিত