রমজানে অফিসের সময়সূচি নির্ধারণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : পবিত্র রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। মাঝে থাকবে ১৫ মিনিটের বিরতি। সব সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রোজার এই অফিস সূচি নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিসভা। আজ ৫ই এপ্রিল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। চাঁদ দেখা সাপেক্ষে মাসের মাঝামাঝিতে শুরু হবে রমজান।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, রোজার সময় অফিস সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে। মাঝে যোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। তবে রোজায় ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, রেলওয়ে, হাসপাতাল, শিল্পকারখানা জরুরি সেবার দপ্তরগুলো তাদের মতো করে অফিসসূচি নির্ধারণ করবে। আদালতের সময়সূচি নির্ধারণ করবেন সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার রোধে এক সপ্তাহের লকডাউনের মধ্যে এখন সীমিত পরিসরে অফিস চলেছ।

add-content

আরও খবর

পঠিত