মামুনুলকে ঘেরাও-সহিংসতা : সোনারগাঁ থানার ওসিকে বদলি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের অবরুদ্ধ করে ঘেরাও হেফাজতের রয়েল রিসোর্টসহিংসতার একদিন পর সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। আজ ৫ই এপ্রিল সোমবার নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে গত বছরের ৫ই অক্টোবর নারায়ণগঞ্জের বন্দর থানা থেকে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগ দেন রফিকুল ইসলাম।

নারায়ণগঞ্জের এসপি জায়েদুল আলম বলেন, সোনারগাঁ থানার ওসিকে ৪ঠা এপ্রিল রবিববার রাতে বদলি করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এদিকে গত ৩ই এপ্রিল শনিবার রাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সচিব মামুনুল হক সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট নামের একটি হোটেলে এক নারীসহ অবরুদ্ধ হওয়ার পর বিষয়টি ফেসবুক লাইভের মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়লে রয়েল রিসোর্ট থেকে গিয়ে ব্যাপক ভাংচুর করে তাঁর কর্মীসমর্থকেরা অবরুদ্ধ থেকে ছিনিয়ে নেয়। পরে তিনি ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন। ঘটনায় ছাত্রলীগ যুবলীগকে দায়ী করে রাতেই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহ মোহাম্মদ সোহাগ রনির ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর চালান হেফাজতের কর্মীসমর্থকেরা।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান বলেন, সাবেক ওসি রফিকুল ইসলাম রাতেই দায়িত্ব হস্তান্তর করেছেন। থানায় ওসি হিসেবে কাউকে এখনো দায়িত্ব দেওয়া হয়নি।

ঘটনায় এপ্রিল যুবলীগ ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেন ঢাকা মহানগর ১০ নম্বর অঞ্চলের হেফাজতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী।

অভিযোগ দায়েরের সময় তিনি ওসির রুমেই সাংবাদিকদের উদ্দেশ্য করে বক্তব্য দেন। পরে রুমের বাইরে এসে ওসির উপস্থিতিতে আবারও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় এক হেফাজত কর্মী ৭১ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদের মুঠোফোন কেড়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলেন।

সময় তারা গণমাধ্যমকর্মীদের বিষোদ্গার করতে করতে থানার ভেতর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যান।

ঘটনার পর এপ্রিল রাতে ওসিকে বদলি করা হয়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান বলেন, থানার ওসি রফিকুল ইসলামকে জনস্বার্থে বদলি করা হয়েছে বলে বদলির কারণে উল্লেখ করা হয়েছে।

এদিকে হেফাজতের তাণ্ডবের পর সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৪ঠা এপ্রিল বিকাল থেকে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল অব্যাহত রাখেন।

add-content

আরও খবর

পঠিত