আজ হেফাজতের দোয়া, ২ই এপ্রিল বিক্ষোভ কর্মসূচি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : আজ ২৯ই মার্চ সোমবার সারাদেশে দোয়া ও আগামী ২ই এপ্রিল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। হেফাজতের মহাসচিব নূরুল ইসলাম জিহাদী এবং যুগ্ম মহাসচিব মামুনুল হক হরতাল শেষে পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিশের কার্যালয়ে সাংবাদকিদের থেকে এই কর্মসূচির কথা জানান।

এদিকে সংবাদ সম্মেলনে গত দুই দিনে সারাদেশে হেফাজতের ১৭ জন নেতা-কর্মী নিহত হওয়ার কথা দাবি করা হয়। এদের মধ্যে ১২ জন ব্রাহ্মণবাড়িয়ায়, ৪ জন চট্টগ্রামে ও ঢাকার সাইনবোর্ড এলাকায় এক জন নিহত হওয়ার কথা জানানো হয়। মামুনুল হক বলেন, নিহতরা ছাড়াও পুলিশ ও সরকার দলীয় নেতা-কর্মীদের হামলায় তাদের প্রায় ৫০০ জন আহত হয়েছেন। পুলিশের হাতে আটক হয়েছেন প্রায় ২০০ জন। নিহতদের আত্মার মাগফেরাতের জন্য আজ বায়তুল মোকাররমের সামনে বাদ আসর দোয়া মাহফিলের কথাও ঘোষণা দেওয়া হয়।

মামুনুল নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও আটক নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন। তিনি বলেন, হেফাজত কোনো রাজনৈতিক দল নয়। মাদ্রাসার ছাত্রদের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ হুমকি দিচ্ছে। তাদের যেন গ্রেফতার ও হয়রানি না করা হয়। এসব দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন মামুনুল হক।

add-content

আরও খবর

পঠিত