শেষ ম্যাচে জিতলো রাইফেল ক্লাব আর হারলো ইসদাইর চন্দা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : নিজেদের শেষ ম্যাচ। জিতলো নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব। হারলো ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাব। ৪ঠা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হোসাইন গ্রুপ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২০-২১ এর ৩৫ নং ম্যাচে রাইফেল ক্লাব জিতলো ৭ উইকেটে।

বৃহস্পতিবার সকালে টস জিতে ইসদাইর চন্দার অধিনায়ক ওমর ফারুক বিকি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু দলের ব্যাটসম্যানেরা তাকে বিফল করে দেয়। মাত্র ১০৭ রানে তারা সবাই ফিরে আসে নিজ টেন্টে। আল আমিন জুনিয়র হাফ সেঞ্চুরি না করলে শয়ের ঘরেও তারা যেতে পারতো কিনা সন্দেহ। ৬৫ বল খেলে আল আমিন জুনিয়র ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ৫২ রান। নাহিদুল আউট হন ১২ রানে। দলের বাকি খেলোয়াড়েরা ডাবলের দেখা পায়নি। রাইফেল ক্লাবের পেসার হাবিবুর রহমান নাঈম ২৫ রানে তুলে নেন ৪ উইকেট। স্পিনার ইমন ও মিডিয়াম পেসার সাকিব পান ২টি করে উইকেট। পীচ কিছুটা ভেজা থাকায় ম্যাচ রেফারী জাহাঙ্গীর আলম ৪৫ ওভারে ম্যাচ নির্ধারণ করেন। ১০৮ রানের মামুলি লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় রাইফেল ক্লাব ১৮.৩ ওভারে। রানরেট বাড়ানোর জন্য বল হাতে ভাল করা হাবিবুর নাঈমকে ওপেন করতে পাঠায় রাইফেল কোচ। দুইবার জীবন পেয়ে ৩ চার ও ১ ছক্কায় ফিরেন ২৬ রানে। মাঠে নামেন ভুবন চন্দ্র সূত্রধর। ৪৭ বলে ৯ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬৭ রানে অপরাজিত থেকে দলকে বিজয় করে মাঠ ছাড়েন। ইসদাইরের আকাশ, তানভীর ও রাসেল ১টি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর

ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাব : ১০৭/১০ (৩২.২ ওভার) আল আমিন-৫২, নাহিদ-১২। অতিরিক্ত-১৪। হাবিবুর রহমান নাঈম-৪/২৫, ইমন-২/১৫, সাকিব-২/২৮।

নারায়ণগঞ্জ রাইফেল  ক্লাব : ১১০/৩ (১৮.৩ ওভার) ভুবন চন্দ্র সূত্রধর-৬৭, নাঈম-২৬। অতিরিক্ত-১২। আকাশ-১/১৩, তানভীর-১/২২, রাসেল-১/৩৩। আম্পায়ার : মো. রিপন ও আরমান হোসেন সাদ্দাম। স্কোরার : নাসির ও ডালিম (অল লাইন)।

আগামী ৭ই ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টায় সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে সামসুজ্জোহা স্মৃতি একাদশ ও টার্গেট গ্রুপ ক্রিকেট একাডেমীর খেলা অনুষ্ঠিত হবে।

add-content

আরও খবর

পঠিত