সোনারগাঁয়ে মোটর বাইক না দেয়ায় স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও  প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটর বাইক না দেয়ায় রায়হান (১৮) নামে ১০ম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ ৪ঠা ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের ঈসমাইল মিয়ার স্কুল পড়ুয়া ছেলে রায়হান অনেক দিন যাবত তার বাবার কাছে মোটর বাইক দাবী করে না পাওয়ায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।

নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের আত্মীয় জানান, স্থানীয় একটি প্রাইভেট স্কুল থেকে এস.এস.সি পরীক্ষার্থী রায়হান (১৮) অনেকদিন যাবত তার বাবার কাছে একটি মোটর বাইক দাবী করে আসলে তার বাবা ও পরিবার এ বিষয়ে অনীহা প্রকাশ করলে পরিবারের সাথে রাগ করে বৃহস্পতিবার ভোরে কোনো এক সময় কারেন্টের তার দিয়ে রুমের ফ্যানের সেলিংয়ের সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে সোনারগাঁ থানার  সেকেন্ড অফিসার এস আই পংকজ জানান, এ বিষয়ে আমরা পরিবার থেকে কোনো লিখিতভাবে অভিযোগ পাইনি। কিন্তু বিভিন্ন সুত্র থেকে আমরা জানতে পেরে ঘটনাটি পর্যবেক্ষণের জন্য আমাদের ফোর্স ঘটনাস্থলে পরিদর্শন করতে গেছেন।  প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

add-content

আরও খবর

পঠিত