সোনারগাঁয়ে ৮শ ৮৩টি মোবাইলসহ ১০ চোরাকারবারী গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : সোনারগাঁয়ে ৮শত ৮৩টি মোবাইল সেটসহ ১০ চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ একটি দল। ২৪শে জানুয়ারি সকালে কাঁচপুর রূপালী মার্কেট থেকে র‌্যাব-১০ অভিযান চালিয়ে সক্রিয় এই চোরকারবারীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র‌্যাবের ১০ এর নৌবাহিনীর এনএস মো. মোমেন খাঁন মামলা দায়ের এর পর তাদের সোনারগাঁও থানায় হস্তান্তর করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো মো. সাহাজুল ইসলাম ওরফে সাজু, কবির হোসেন, রোমান মোল্লা, মো. রাসেল গাজী ওরফে মিঠু, হাবিবুর রহমান, মো. রাজু আহম্মেদ, নবীর হোসেন মো. শাহীন, মো. জয়নাল আবেদীন ও মো. হাবিবউল্লাহ ওরফে সোহাগ।

জানা যায়, দীর্ঘদিন ধরে কাঁচপুর রূপালী মার্কেট এলাকায় বিভিন্ন ব্যান্ডের চোরাই মোবাইল কেনাবেচা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে কয়েকটি দোকান থেকে ৮শ ৮৩টি মোবাইলসেট সহ ১০জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সোনারগাঁও থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, র‌্যাব হস্তান্তরের পর গ্রেফতারকৃত চোরাকারবারীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত