নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : বিপুল উৎসাহ আর উদ্দিপনার মধ্য দিয়ে নীট কনসার্ণ মাস্টার্স ক্রিকেট সিজন-২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২২শে জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো.মোস্তাইন বিল্লাহ আনুষ্ঠানিক ভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে এসময় সঞ্চালনায় ছিলেন আরিফ মিহির।
মাস্টার ক্রিকেটার্স অফ নারায়ণগঞ্জ এর সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সহ সভাপতি এজেডএম ইসমাইল বাবুল ও ফারুক বিন ইউসুফ পাপ্পু, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মোল্লা, মাস্টার ক্রিকেটার্স অফ নারায়ণগঞ্জ এর সাধারণ সম্পাদক ইকরামুল ফেরদৌস পাপ্পু, ক্রীড়া সংস্থার সদস্য মাকসুদ উল আলম, জাহাঙ্গীর আলম, ফিরোজ মাহমুদ সামা, ডা. রাকিবুল ইসলাম শ্যামল, ক্রীড়া সংগঠক ফারুক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহ বলেন, খেলাধুলায় নারায়ণগঞ্জ জেলা অতীতে যে ভূমিকা পালন করেছে আগামীতেও এর চেয়ে বেশি গুরুত্ব দিয়ে তাতে অংশ নিবে। আজকের অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে প্রমানিত হয়েছে নারায়ণগঞ্জ জেলার পক্ষে ভালো কিছু করা অবশ্যই সম্ভব। তিনি জেলা ক্রীড়া সংস্থার খেলাধুলায় অবদান রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতি তানভীর আহমেদ টিটু জেলা প্রশাসককে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সভাপতি খেলাধুলার ক্ষেত্রে বিশেষ আগ্রহী। জেলার ক্রীড়ার উন্নয়ণে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে নীট কনসার্ণ মাস্টার্স ক্রিকেট সিজন-২ এর আয়োজনে ৬ দলের মধ্যে এ প্রতিযোগিতার খেলাগুলি সপ্তাহের (শুক্র ও শনিবার) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার স্পন্সর হয়েছে নীট কনসার্ণ গ্রুপ। কো-স্পন্সর হিসেবে রয়েছে দারাজ। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় খেলাগুলি চলবে।