নারায়ণগঞ্জ সিভিল সার্জনের আয়োজনে করোনা এবং ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : সরকারী নির্দেশনা বাস্তবায়নে দ্বিতীয় ঢেউয়ে করোনা প্রতিরোধ ও ডেঙ্গু নিয়ে সচেতনতায় নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ জানুয়ারী) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা সিভিল সার্জন এর হলরুমে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এ কর্মশালায় গণমাধ্যমের ভূমিকা ও জনসাধারণের সচেতনতা বাড়াতে করণিয় নিয়ে সচিত্র প্রতিবেদন তুলে ধরাসহ সাংবাদিকদের প্রশ্ন পর্বের উওর দেন কর্মকর্তারা। এসময় নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হক।

করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণের সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের অন্যতম ভূমিকা রয়েছে এমন মন্তব্য করে ডা. মোহাম্মদ ইমতিয়াজ ও ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, বর্তমান বিশ্বের সবচাইতে বড় সমস্যা হচ্ছে করোনা ভাইরাস (কোভিড ১৯)। আরেকটি আমার সবাই পরিচিত তা হলো ডেঙ্গু। এ দুইটি সংক্রমনই বাহক দ্বারা হয়ে থাকে। তবে ডেঙ্গু ছড়াতে পারে একমাত্র এডিস মশা। যা দিনের বেলা কিংবা একমাত্র আলোতেই এডিস মশা মানুষের কাছে ছড়াতে পারে। অন্যদিকে করোনা ভাইরাস যা আমাদের মাধ্যমে একে অপরের মাঝে ছড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে একমাত্র আমাদের সচেতনতাই এর থেকে মুক্ত রাখতে পারে।

তাছাড়া করোনার লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরার্মশ নিতে হবে। কোনক্রমেই সময় ক্ষেপন করা যাবেনা। কারণ আজ দেখি কাল দেখি, হয়তো ভালো হয়ে যেতে পারে। এমন চিন্তায় অবশেষে হয়তো আপনি নিজেকে মৃত্যুর কোলে ঢেলে দিতে পারেন। তাই সঠিক সময় চিকিৎসাই আমাদের সুস্থ্য করে গড়ে তোলতে পারে। তাই করোনা প্রতিরোধে যতটা সম্ভব ভীড় থেকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এবং আর ডেঙ্গু  প্রতিরোধে সকলকে বাড়ির আশপাশে, বিভিন্ন দপ্তরের সকল স্থানে জমে থাকা স্থির পানি না থাকতে পারে, সেদিকটা খেয়াল রাখতে হবে।

দ্বীতিয় পর্বের এ কর্মশালায় জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের মধ্যে অংশ নেন, আনন্দ টিভি’র নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, দৈনিক আমার বার্তা পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এবং সিটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান কাউসার, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক এবং সিটি প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, দৈনিক ইত্তেফাকের ফটো সংবাদিক তাপস সাহা, লাইভ নারায়ণগঞ্জের সম্পাদক কামাল হোসেন, একুশের কাগজের সম্পাদক এম এ মান্নান ভুইয়া, ভোরের সমাচার এর ব্যবস্থাপনা সম্পাদক এবং সিটি প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. জাহিরুল ইসলাম মোল্লা সাগর, দৈনিক ডেসটিনির জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, ডেইলী নারায়ণগঞ্জ এর বার্তা সম্পাদক শেখ মনির হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, খবর নারায়ণগঞ্জ এর প্রকাশক জাহিদ হোসেন, প্রেস নারায়ণগঞ্জের স্টাফ রির্পোটার সৌরভ হোসেন, রয়েল টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি সাজু হোসেন,  খবর নারায়ণগঞ্জের ফটো সংবাদিক মশিউর রহমান, চ্যানেল টি ওয়ানের নারায়ণগঞ্জ প্রতিনিধি শরিফুল ইসলাম সুমন, দৈনিক অগ্রবানী পত্রিকার রির্পোটার আশিক সহ জেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত