না.গঞ্জ রাইফেল ক্লাবের কাছে কেসি এ্যাপারেলস ক্রিকেট ক্লাবের পরাজয়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) :  হোসাইন গ্রুপ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২০-২১ এর ১৫ তম ম্যাচ। বড় ম্যাচের একটিতে মুখোমুখি নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব ও নবাগত কেসি এ্যাপারেলস ক্রিকেট ক্লাব। দলের শক্তি বাড়াতে কেসি এ্যাপারেলস এদিন বহিরাগত কোটায় এনেছে সামছুর রহমানকে। কিন্তু অতি বিশ্বাস দলকে ডুবিয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করতে গিয়েই বিপত্তি। সকালে পীচ একটু ভেজা থাকে।

৬ জানুয়ারি বুধবার সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে সকালে টস জিতে ব্যাট করলেও ৫০ ওভারের ম্যাচে দেড়শ কোটাও অতিক্রম করতে পারেনি কেসি এ্যাপারেলস। অবশ্য নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের বহিরাগত কোটায় খেলা নবীন ও জাহিদ জাভেদ খেলেছেন দারুন। ব্যাটে বলে এ দুই জনের কাছেই পরাভুত হয়েছে কেসির খেলোয়াড়েরা। মাত্র ১৩৭ রানে বন্দি করে ফেলে রাইফেলের দুই বোলার জাহিদ জাভেদ ও রাব্বি। জাহিদ তুলে নেন ৪ উইকেট এবং রাব্বি পান ৩ উইকেট। কেসির ওপেনার জনি তালুকদার ২২ বলে ২ চার ও ১ ছক্কায় ফিরেন ২৫ রানে। অপর ওপেনার অমিত ২ চারে ১৭ রানে ফিরলে হুমায়ুন নামেন। ভালই খেলছিলেন। ৫৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ফিরে যান হুমায়ুন ৩১ রানে। শামসুর রহমান মেরে খেলতে গিয়ে উইকেট হারান। ২ চার ও ১ ছক্কায় ফিরেন ১৯ রানে। রিফাত করেছেন ১০ রাান। দলের বাকি ব্যাটসম্যানেরা ছিলেন আসা-যাওয়ার মধ্যে। রাইফেলের জাহিদ জাভেদ ১৮ রানে পান ৪ টি এবং রাব্বি ১৭ রানে পান ৩ উইকেট। ১৩৮ রানের সহজ টার্গেট। বহিরাগত কোটায় খেলা নবীন ইসলাম ৬৬ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় আউট হন ৫০ রানে। বল হাতে শাসন করা জাহিদ জাভেদ ব্যাটেও নিজের জাত চেনান। ৪৫ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। ৩ বাউন্ডারি ও ২ ছক্কা মেরেছেন জাহিদ। রবিন ১৪ রান করেন ২ বাউন্ডারিতে। নুরুজ্জামান মাসুম ২ ছক্কায় করেন ১৩ রান। ৪ উইকেটের জয় তুলে নেয় রাইফেল ক্লাব।

সংক্ষিপ্ত স্কোর :

কেসি এ্যাপারেলস ক্রিকেট ক্লাব : ১৩৭/১০ (৩৭.২ ওভার) হুমায়ুন-৩১, জনি-২৫, শামসুর-১৯, অমিত-১৭, রিফাত-১০। অতিরিক্ত-৩। জাহিদ জাভেদ-৪/১৮, রাব্বি-৩/১৭, নাদিম-২/২৬, আরিফুল-২/১৭।

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব : ১৩৯/৬ (৩৩.৩ ওভার) নবীন-৫০, জাহিদ-৪৫, রবিন-১৪, মাসুম-১৩। অতিরিক্ত-১০। রনি ফয়সাল-২/২৭, শামসুর-২/৪০। আম্পায়ার : মো.আসাদ ও মো. রাজন। স্কোরার : সাদ্দাম ও ডালিম (অল লাইন)।

আজ ৭ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী ও আলীগঞ্জ  ক্লাব এর খেলা অনুষ্ঠিত হবে।

add-content

আরও খবর

পঠিত