ট্রাকের চাপায় সোনারগাঁয়ে শিশুর মৃত্যু, ঘাতক চালককে গণপিটুনি

নারায়ণগঞ্জ বার্তা ২৪  : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাক চাপায় জানাতুল্লাহ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২১ ডিসেম্বর সোমবার বিকালে উপজেলার থানা রোডে চৌরাস্তা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনার পর পরই উত্তোজিত জনতা ট্রাকটি আটক করে চালককে গণপিটুনি দেয়। পরে উত্তেজিত জনতা মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তা অবরোধ করে রাখে। জনতা রাস্তায় থাকা ৮-১০টি গাড়ি ভাংচুর করে। এসময় থানা রোডের উদ্ধবগঞ্জ বাজার থেকে মোগরাপাড়া পর্যন্ত পুরো রাস্তা অচল হয়ে যায়।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শরিয়তপুর এলাকা থেকে বৃদ্ধ নানা-নানী উপজেলার পিরোজপুর এলাকায় তার ছেলের ভাড়া বাসায় বেড়াতে আসে মাসখানের আগে। সোমবার বিকালে নানা-নানী তাদের ছেলের এক পুত্র সন্তান ও মেয়ের এক শিশু কন্যাকে নিয়ে চৌরাস্তায় আসেন। চৌরাস্তার খন্দকার প্লাজার সামনে মেয়ে শিশু কন্যাটি হঠাৎ হাত ফছকে দৌড় দিয়ে ধীরগতিতে থাকা একটি ট্রাকের নিচে চাপা পড়ে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলে মেয়ে শিশু জান্নাতুল্লাহ নিহত হয়। এসময় উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে ট্রাক চালককে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে এলাকাবাসীর সহায়তায় চালক রক্ষা পায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল জানান, উত্তেজিত জনতা মোগরাপাড়া চৌরাস্তায় থাকা ওই ট্রাকসহ ৮-১০টি গাড়ি ভাংচুর করে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিশু কন্যাটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এসময় উত্তেজিত ও উৎসুখ জনতার কারণে থানা রোডে মোগরাপাড়া চৌরাস্তা বন্ধ হয়ে অচল হয়ে গেলে মোগরাপাড়া থেকে উদ্ধবগঞ্জ বাজার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

add-content

আরও খবর

পঠিত