নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবা পাচারকালে তিন নারীসহ পাচঁ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ দল। ৫ আগস্ট বুধবার দুপুর ২টায় সোনারগাঁ থানাধীন মেঘনা ব্রীজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্টের মাধ্যমে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী চালিয়ে ২৫ হাজার ৪শত পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, মো. রাজু (৪২), হায়দার (২৮), মোছা: কল্পনা (২৭) ও মাহমুদা আক্তার রেশমা (২২)। তবে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় এক কিশোরীর নাম পরিচয় প্রকাশ করেনি র্যাব। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. রাজুর বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন লতিফপুর এলাকায় এবং হায়দারের বাড়ি মাদারীপুর জেলার সদর থানাধীন মিলারচর এলাকায়। এছাড়া মাদক ব্যবসার সাথে জড়িত অপর ৩ নারী মোছা: কল্পনা ও মাহমুদা আক্তার রেশমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন আকসিনা এলাকায় বলে জানা যায়।
৫ আগস্ট বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব-১১ এর অধিনায়ক লে: কর্ণেল খন্দকার সাইফুল আলম, পিবিজিএম, পিবিজিএমএস এক সংবাদ বিবৃতে জানান, আসামীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাইক্রোবাসে বিভিন্ন আনন্দ ভ্রমনের নামে যাত্রী পরিবহনের আড়ালে অভিনব কায়দায় ইয়াবা কক্সবাজার থেকে আনয়ন করে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, সোনারগাঁ থানাধীন মেঘনা ব্রীজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্টের মাধ্যমে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী চালিয়ে ২৫ হাজার ৪শত পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মধ্যে ১৬০০ পিস রাজুর পকেটে ছিল। বাকী ইয়াবাগুলো মাইক্রোবাসের চালকের সিট ও সেকেন্ড সারির সিটের পেছনে লেদারের ভেতরে ফম কেটে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পাওয়া যায় বলে র্যাব ওই কর্মকর্তা জানিয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।