নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় নেই মৃত্যু, শনাক্ত ক‌মে ২৩ জন, সুস্থ ৩৩৩ জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৩ জন। এ সময়ের হিসেবে শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সুস্থ্যতার সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৩৩ জন। তবে এসময়ে কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৬২ জন। মোট মৃত্যু দাড়ালো ১২১ জন। ১২ জুলাই রবিবার সকালে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রে আরো জানা যায়, এই পর্যন্ত জেলায় মোট ২৮ হাজার ৩৭২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২০২ জনের। এ পর্যন্ত এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো আড়াইহাজার উপজেলায় ৫৩৩, বন্দর উপজেলায় ২১৪, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৯৩৩, রূপগঞ্জ উপজেলায় ১০৯৯, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৩০৪ ও সোনারগাঁও উপজেলায় ৪৭৯জন। পুরো জেলায় ৫৫৩৯জন।

এলাকা ভিত্তিক সুস্থের সংখ্যা হলো আড়াইহাজার উপজেলায় ৪৬৪, বন্দর উপজেলায় ১৬৮, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৬৮০, রূপগঞ্জ উপজেলায় ৭৭২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১১৫২ ও সোনারগাঁও উপজেলায় ৪২৩ জন। পুরো জেলায় ৪৮৫৯জন।

এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬৬, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২২, সোনারগাঁও উপজেলায় ১৬ জন। পুরো জেলায় ১২১জন।

add-content

আরও খবর

পঠিত