নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য উপহার নাসিক কাউন্সিলর শেখ নাজমুল আলম সজলের মাধ্যমে বিতরণ করলেন সাংবাদিক মাহমুদ হাসান কচি। সোমবার (১৫ জুন) সকালে দেওভোগ চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় এ বিতরণ কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাসিক কাউন্সিলর শেখ নাজমুল আলম সজলের ওয়ার্ড সচিব ইসহাক বাপ্পী সহ স্বেচ্ছসেবক টিমের সদসস্য সহ সাংবাদিক মাহমুদ হাসান কচির তনয়া নূর ও নিপুন।
এর আগেও বেশ কয়েকবার কাউন্সিলর নাজমুল আলম সজল ও তার ঘনিষ্ঠ বন্ধু বিকেএমই এর পরিচালক মো: কবির হোসেন সহ ছাত্রলীগ জেলা কমিটির সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানীর সহায়তায় উল্লেখ্যিত এলাকায় সহ দেওভোগ পাক্কা রোডের গার্মেন্টস গলীতে একাধিকবার অসহায় মানুষদের হাতে উপহারসামগ্রী সহ রেশন কার্ড দেয়া হয়।