নারায়ণগঞ্জ টানবাজারে তুচ্ছ ঘটনায় প্রতীবেশীকে হত্যার চেষ্টা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের টানবাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।  রবিবার (১৪ জুন) দুপুরে এস.এম মালেহ রোড এলাকার হাজী হাসেম ট্রেড সেন্টারের বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগি রনি দে (৪০) বাদি হয়ে সদর থানায় একটি অভিযোগ করেছে।

সূত্রে জানা যায়, রনি চন্দ্র দে হাজী হাসেম ট্রেড সেন্টারের এক বিল্ডিংয়ের ৬-এ ফ্লোরের একটি ফ্লাট ক্রয় করে বসবাস করছে। তারই নিচের ফ্লাট ৫-এ তে বসবাস করে অভিযুক্ত প্রনব সাহা (৪৫)। তিনি দীর্ঘদিন যাবৎ ধরে বারান্দায় বসে উপরে তাকিয়ে থাকে যার কারনে আমি তাকে সতর্ক করি। কিন্তু তারপরও তিনি তার কাজ অব্যাহত রাখে। আমার পাশের ফ্লাটের প্রতিবেশী তাদের ফ্লাট থেকে ময়লা ফেললে সেটা অভিযুক্তের ফ্লাটে গিয়ে পড়তো।

এ ঘটনায় অভিযুক্ত প্রনব আমাকে সন্দেহ করে বাসার নিচে আটকিয়ে দুই-তিনজন মিলে বেধরক মারে। এতে আমার শরীরের বিভিন্নস্থানে লিলা ফুলা সহ রক্তাক্ত জখম হয়। এছাড়াও একটি চায়নিজ কুড়াল দিয়ে হত্যার চেষ্টা করতে আসে। এর প্রেক্ষিতে আমি প্রণবের বিরুদ্ধে একটি অভিযোগ করি এবং তার দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

এ বিষয়ে অভিযুক্ত প্রনব সাহাকে তার ব্যবহত মোবাইল নাম্বারে (০১৬১১৫…৫৩) ফোন করা হলে তিনি রং নাম্বার বলে ফোনটি কেটে দেয়।

এ ব্যাপারে সদর থানার এসআই শামিম জানান, তারা দুইজন এক বিল্ডিংয়ের উপরে আর নিচে থাকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে একটু ঝগড়া হয়। কিন্তু আমরা এই সংঘর্ষের একটি ভিডিও ফুটেজ দেখলাম, যে একচুয়ালি আসামি প্রণব সাহা ধারালো একটি চাপাতি বা চাইনিজ কুড়াল নিয়ে বাদীপক্ষ রনি দে কে শাসাচ্ছিল।

add-content

আরও খবর

পঠিত