নারায়ণগঞ্জে ৩৬০০ টাকার জেরে ভাড়াটিয়া খুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বিশেষ প্রতিনিধি) : নারায়ণগঞ্জে বাড়িওয়ালার পাওনা ৩৬০০ টাকার জের ধরে সিরাজুল ইসলাম নামে এক বৃদ্ধের মৃত্যু খবর পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, সাবেক বাড়িওয়ালা শাহজাহানের বিদ্যুৎ বিল না দেয়ায় ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সাবেক এই বাড়িওয়ালার ছেলে একজন রাজনৈতিক দলের নেতা। শুক্রবার (১২ জুন) ভাড়াটিয়া সিরাজের মরদেহে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, এরআগে ওই ব্যক্তির সাবেক বাড়িওয়ালা শাহজাহান ও তার দারোয়ান মিলে তাকে চাষাড়ায় রূপায়ণ টাউওয়ারের সামনে ডেকে এনছিল। পরে বকেয়া টাকা নিয়ে ভাড়াটিয়া সিরাজ ও সাবেক বাড়িওয়ালা শাহজাহানের মধ্যে তর্ক হয়েছিল।পরবর্তিতে উভয়ের মধ্যে হাতাহাতির একপর্যায়ে শাহজাহান ও তাঁর সহযোগী দারোয়ান লাঠি নিয়ে সিরাজকে আঘাত করেছিল। ওই সময় স্থানীয়দের সহযোগীতায় তাকে হাসপাতালে  নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছিল। এরপর শুক্রবার বিকালে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এ তথ্য নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, অভিযুক্ত সাবেক বাড়িওয়ালা শাহজাহান পলাতক রয়েছে।আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব। আসামী  যে ই হোক ছাড়া পাবে না। ইতেমধ্যে তার স্ত্রী হাসনা বাদি হয়ে মামলা প্রক্রিয়াধীণ রয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

add-content

আরও খবর

পঠিত