নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অবশেষে নারায়ণগঞ্জে স্থাপন করা হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন। এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ থেকে নির্দেশনা এসেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩শত শয্যা হাসপাতালে পিসিআর মেশিন স্থাপন করা হবে বলেও জানান তিনি।
এদিকে পিসিআর মেশিন স্থাপনের জন্য নারায়ণগঞ্জ ৩শত শয্যা হাসপাতালটি প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সামসুদ্দোহা সঞ্চয়। তিনি বলেন, হাসপাতালের নতুন ভবনটিতে পিসিআর ল্যাব স্থাপন করা হবে। ঢাকা থেকে ই-মেইলে একটি নকশা পাঠানো হয়েছে। এজন্য স্থানীয় গণপূর্ত বিভাগকে বলেছি। নকশা অনুযায়ী কক্ষ সাজানোর জন্য তারা কাজ শুরু করে দিয়েছে।
রাজধানী ঢাকার পর করোনার প্রাদুর্ভাব নারায়ণগঞ্জে বেশি। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, রোববার সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ৩৩০ জন। আক্রান্তদের মধ্যে জেলা সিভিল সার্জন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সরকারি-বেসরকারি হাসপাতালের ৮ চিকিৎসকসহ ২৭ জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। আক্রান্ত হয়েছেন জেলা প্রশাসনের কয়েকজন ম্যাজিস্ট্রেটও। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৬ জন।
গত বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে নারায়ণগঞ্জে পিসিআর মেশিন বসানোর জন্য দাবি জানালে স্বাস্থ্য বিভাগকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।