নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ। এসব মানুষদের ঘরে গিয়ে খাবার পৌছে দিচ্ছে ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। শুক্রবার রাতে নাসিক ১৩নং ওয়ার্ডের মাসদাইর আদর্শ স্কুল হতে এ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
ইতমধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রদত্ত ৫০০ পরিবারকে দেয়া ত্রাণ বিতরণ শুরু হয়েছে। এরই ধারনাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে অসহায় দিন মজুর/রিক্সা চালক/ভ্যান চালক/ গার্মেন্টস কর্মী/কাজের বুয়া/প্রতিবন্ধী/নিম্নমধ্যবিত্তদের তালিকা করে ৪,৯১১ টি পরিবারের নাম জরিপ করা হয়েছে।
এ বিষয়ে কাউন্সিলর খোরশেদ বলেছেন, আজ মাসদাইর আদর্শ স্কুল হতে (ক্রমিক নং-১) শুরু করেছি। পর্যায়ক্রমে বাকী পরিবারকে সরকারী, সিটি কর্পোরেশন ও নিজ উদ্যোগেও সংগৃহিত ত্রাণ থেকে ১৩নং ওয়ার্ডে জরিপ অনুযায়ী প্রতিটি মহল্লায় ত্রাণ বিতরণ করা হবে। তাই বের হবেন না ঘরে থাকুন। ধৈয্য ধরুন। পর্যায়ক্রমে প্রতিটি ঘরে আমরা খাবার পৌছে দিব।