স্ত্রীর নির্যাতন মামলায় যুবলীগ নেতা ফয়েজের জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : স্ত্রীর দায়ের করা নির্যাতন মামলায় গ্রেফতার যুবলীগ নেতা শাহ ফয়েজউল্লাহ ফয়েজের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। রবিবার (২৯ মার্চ) দুপুরের দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে ফয়েজউল্লাহ ফয়েজের আইনজীবী একই আদালতে তার জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করে দেন।

আরোহী হাওলাদারের দায়ের করা নারী নির্যাতন মামলায় ২৮ মার্চ রাত সাড়ে নয়টার দিকে শহরের জামতলা এলাকা থেকে ফয়েজউল্লাহ ফয়েজকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। আরোহী হাওলাদার যুবলীগ নেতা ফয়েজেউল্লাহ ফয়েজের দ্বিতীয় স্ত্রী এবং নতুন চাষাড়া কলেজ রোড এলাকার মৃত খলিল হাওলাদারের মেয়ে।

গত বছর ২৫ ফেব্রুয়ারি তারা দুজন বিয়ে করেন। তাদের সংসারে ৩ মাস বয়সী আজওয়াদ ফয়েজ ফাইজান নামে একটি পুত্র সন্তান রয়েছে। শাহ ফয়েজউল্লাহ ফয়েজ নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং ২০১০ সালে গাজিপুরে আততায়ীদের হাতে খুন হওয়া সন্ত্রাসী নুরুল আমিন মাকসুদের শ্যালক।

add-content

আরও খবর

পঠিত