নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : করোনা ভাইরাস প্রতিরোধে নারায়ণগঞ্জের (ইলেকট্রনিক মিডিয়া) সংবাদকর্মীদের মাঝে সুরক্ষা পোশাক বিতরণ করলেন নাসিক ১৭নং ওয়ার্ডে কাউন্সিলর আব্দুল করিম বাবু। ২৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে শহরের পাইকপাড়াস্থ নিজ বাসভবন আমেনা মঞ্জিলের সামনে সাংবাদিকদের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন ওই নাসিক কাউন্সিলর।
সুরক্ষা সামগ্রী বুঝে নিয়ে আনন্দ টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকন বলেন, যেহেতু আমরা সংবাদকর্মী, আমরা চাইলেও ঘরে বসে থাকতে পারি না। বর্তমানে করোনা ভাইরাস মোকাবেলায় সরকার যেভাবে মাঠে নেমেছে পাশাপাশি আমরাও চেষ্টা করছি, যারা বাসায় আছে তাদের বিভিন্ন তথ্য ও সংবাদ দিয়ে সহযোগিতা করার জন্য। এজন্য পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা সুরক্ষিত নয়, আমরাও মানুষ। এজন্য আমাদের সুরক্ষা পোশাক দিয়েছেন নাসিক ১৭নং ওয়ার্ডে কাউন্সিলর আব্দুল করিম বাবু ভাই আমরা তার কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
তিনি আরো বলেন, এখনও পর্যন্ত প্রশাসনিকভাবে আমরা কোন সুরক্ষা পোশাক পাইনি। এ পোশাকটি দেয়ায় জরুরী ক্ষেত্রে তথ্য সংগ্রহে আমরা ব্যবহার করতে পারবো। তবে এটি রেইন কোর্ট হওয়ায় প্রচন্ড গরম অনুভূতি হয়। তাই আমাদের দাবী থাকবে যদি প্রশাসনিকভাবে স্বাস্থ্য সম্মত ও প্রকৃত (পিপিই) সুরক্ষা পোশাক আমাদের দেয়া হয় তাহলে পেশাগত দায়িত্ব পালনে আমরা স্বস্তি বোধ করতে পারবো।
এ প্রসঙ্গে নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, সাংবাদিক ভাইয়েরা ঝুঁকি নিয়ে করোনা ভাইরাস সহ বিভিন্ন সংবাদ সংগ্রহ করবেন। তাদের নিরাপত্তার কথা ভেবে আমি একটু সহযোগীতার হাত বারিয়ে দিয়েছি। ভবিষ্যতেও আমার সহযোগীতা থাকবে। শুধু তাই নয় নাসিক ১৭নং ওয়ার্ডবাসীর করোনা ঝুঁকির কথা ভেবে সকলের বাসায় বাসায় গিয়ে হ্যান্ড স্যানিটাইজারসহ খাদ্য সাামগ্রী ও বিতরণ করছি। সবাই দোয়া করবেন যাতে এ মহামারি থেকে দেশের মানুষ রক্ষা পায়।
এ সময় উপস্থিত ছিলেন, মোহনা টিভির প্রতিনিধি আজমীরী, আনন্দ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, আমার সংবাদ পত্রিকার ও মাই টিভির প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, এশিয়ান টিভির প্রতিনিধি হাবিবুর রহমান, জয়যাত্রা টিভির প্রতিনিধি আলী হোসেন, আলোর ধারা ২৪ এর সম্পাদক আসলাম, ৭১ টেলিভিশনের ক্যামেরা পার্সন আবির। এছাড়া এসময় সাংবাদিক ইউনিয়নের সদস্যদের জন্য প্রতিনিধি হিসেবে আবির সিকদার কাউন্সিলর বাবুর কাছে সুরক্ষা পোশাক বুঝে নেন।