পাইকপাড়ায় পানির পাম্পের উদ্বোধন করলেন কাউন্সিলর বাবু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডে খাবার পানি সরবারহে আরো একটি পানির পাম্প উদ্বোধন করলেন কাউন্সিলর আব্দুল করিম বাবু। শুক্রবার (২০ মার্চ) স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের দিয়ে পাম্পটির উদ্বোধন করেন তিনি। কাউন্সিলর আব্দুল করিম বাবুর নিজ অর্থায়নে পাইকপাড়া বড় কবরস্থান সংলগ্ন এলাকায় এ পানির পাম্পটি বসানো হয়। এর আগে ওয়ার্ডের বিভিন্ন এলাকার পানি সংকট নিরসনে বিভিন্ন স্থানে পানির পাম্প বসানো হয়েছিল তাঁর উদ্যোগে।

আব্দুল করিম বাবু বলেন, পাইকপাড়া বড় কবরস্থানে নতুন আরো একটি পানির পাম্প বসানো হল। আশা করি এখন পানির আর সমস্যা হবে না। এখানে অযু করার স্থান ও বাথরুম তৈরি করা হয়েছে। যে জলাবদ্ধতা রয়েছে সেখানে নতুন করে ড্রেনের কাজ চলমান আছে। তাই সাময়িক সমস্যার জন্য ক্ষমা চাচ্ছি। ড্রেন হওয়ার আগ পর্যন্ত মটরের মাধ্যমে পানি সরানোর কাজ চলমান আছে। আশা করি দুই দিনে মধ্যে পানি কমে যাবে। আগামীকাল থেকে ১৭ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে হাত ধোয়ার জন্য হ্যান্ডওয়াস ও পানির ব্যবস্থা করা হবে।

add-content

আরও খবর

পঠিত