নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অধীনে ২ লাখ ৬৩ হাজার ৮৯২ জন শিশুকে আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত তিন সপ্তাহ ব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশন এলাকার ৪২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২৩০ টি টিকাকেন্দ্রে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সোমবার (১৬ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আবুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. মো. শেখ মোস্তফা আলী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারহানা রহমান, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন জানান, হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্দেশ্য হল হাম-রুবেলা রোগের বিস্তার দ্রুত হ্রাস করা। ২ বছর বয়সের নিচের সকল ড্রপ-আউট ও লেফট-আউট শিশুদের খুঁজে বের করে নিয়মিত টিকাদন কার্যক্রমের মাধ্যমে এমআর টিকাদান নিশ্চিত করা। নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করার পরেও এখনো ১ম ডোজ টিকার ক্ষেত্রে ৫%-১০% এবং ২য় ডোজ টিকার ক্ষেত্রে ১৫%-২০% শিশু ড্রপ আউট থেকে যাচ্ছে। এ কারণে ৪-৫ বছর সময়কালে মোট অরক্ষিত শিশুর সংখ্যা জমে বার্ষিক জন্ম নেয়া শিশুর সংখ্যা সমান বা বেশি হয়ে যায় ফলে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। অরক্ষিত এই শিশুর সংখ্যা কমানো এবং জন সুরক্ষা বৃদ্ধির লক্ষ্যে ৩-৪ বছর পরপর হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন করা প্রয়োজন।
তিনি আরো জানান, ৯ মাস থেকে ১০ বছর কম বয়সী সকল শিশু পূর্বে হাম-রুবেলা টিকা পেয়ে থাকলেও অথবা হাম বা রুবেলার আক্রান্ত হলেও এই বয়সের সকল শিশুকে ক্যাম্পেইনের সময় ১ ডোজ করে এমআর (হাম-রুবেলা) টিকা দেয়া হবে।