নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মুক্তিযুদ্ধের বন্ধু শ্রীমতি ইন্দিরা গান্ধী স্মৃতি সম্মাননা পেয়েছেন বিকেএমইএ পরিচালক ও সৃষ্টি ফ্যাশন লি. এর চেয়ারম্যান মো. কবির হোসেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে মুজিববর্ষ ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলােচনা সভা ও মুক্তিযুদ্ধের বন্ধু শ্রীমতি ইন্দিরা গান্ধী স্মৃতি সম্মাননা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় পোশাক শিল্পে বিশেষ অবদানে মনোনিত হয়ে তিনি এ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনটির উপদেষ্টা, বাংলাদেশ আওয়া মৎস্যজীবী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. রেদওয়ান খান বােরহানের সভাপতিত্বে প্রধান আলােচক হিসেবে উপস্থিত ছিলেন বীর প্রতীক সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রদূত লেফটেন্যান্ট জেনারেল (অবু:) এম. হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব শহীদুল হারুন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে কবির হোসেন বলেন, নিরলস সাফল্যের সাথে কাজ করে আসছে সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন। ইতোমধ্যে সংগঠনটি অর্জন করেছে নানা কর্মময় অভিজ্ঞতা ও সুনাম। এর ধারাবাহিকতায় আগামীতেও রাখবে বলে আমি আশাবাদি। আমাকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, মো. কবির হোসেনকে পােশাক শিল্পে বিশেষ অবদানের জন্য মুক্তিযুদ্ধে বন্ধু শ্রীমতি ইন্দিরা গান্ধী স্মৃতি সম্মাননা-২০২০ প্রদান করা হয়। এরআগে গঠনের উপদেষ্টামন্ডলী ও জুরিবোর্ডের সিদ্ধান্তের অনুকুলে মনোনীত হন তিনি।