মানুষ ট্যাক্স দিয়ে মশার কামড় খায়, ময়লায় থাকে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমরা মুজিববর্ষ পালন করছি, কিন্তু তার আদর্শ লালন করতে পারছি না। বঙ্গবন্ধু চেয়েছিলেন মানুষের মাথার উপর ছাদ দেওয়া, কর্মসংস্থান তৈরি করা। এগুলো ছিল বঙ্গবন্ধুর আদর্শ। আমাদের ভাবার সময় এসেছে কোনটাকে গুরুত্ব দেবো। গরীবের পেটে কি লাথি মারবো? গরীব নিধন করে মুজিববর্ষ পালন করতে চাই না। কিছুদিন পরপর হকার নিয়ে কথা ওঠে। প্রধানমন্ত্রী নিজেও সংসদীয় কমিটির সভায় পরিষ্কারভাবে মানুষের মাথার ওপর ঠাঁই দেওয়া ও কর্মসংস্থানের তাগিদ দিয়েছেন। সুতরাং নারায়ণগঞ্জে আমাদেরও এটা ভাবা উচিত। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে এক ভিডিও কনফারেন্সের আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলে শিক্ষার্থীরা শুরুতেই ময়লা ও যানজটের কথা বলে। রোড পারমিট নাই কিন্তু গাড়ি চলছে। মানুষ ট্যাক্স দিবে কিন্তু মশার কামড় খাবে, ময়লার মধ্যে থাকবে এটা তো হতে পারে না।

জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সংসদ একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সংসদ নজরুল ইসলাম বাবু, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মুহাম্মদ মাসুম বিল্লাহ, নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আবুল আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এড.নুরুলহুদা, নারায়ণগঞ্জ  চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, সদর ইউএনও নাহিদা বারিক, সোনারগাঁ ইউএনও সাইদুল ইসলাম, আড়াইহাজার ইউএনও সোহেল হোসেন, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, আড়াইহাজার উপজেলা চেয়াররম্যান মুজাহিদুর রহমান হেলো সরকারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত