আ.লী‌গ নেতা কামাল আহ‌ম্মেদ এর মৃত্যুবার্ষির্কীতে দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪( নগর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ সি‌টি ক‌র্পো‌রেশন ১৩ নং ওয়া‌র্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল আহ‌ম্মেদ এর ৬ষ্ঠ ‌মৃত্যুবার্ষিকী উপল‌ক্ষে রু‌হের মাগ‌ফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনু‌ষ্ঠিত হয়ে‌ছে।  মঙ্গলবার বাদ আসর মরহু‌মের প‌রিবা‌রের পক্ষ থে‌কে গলা‌চিপা গাউ‌ছিয়া সু‌ন্নিয়া হা‌ফি‌জিয়া মাদ্রাসায় এ আ‌য়োজন করা হয়। মিলাদ ও দোয়া প‌রিচালনা ক‌রেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, গলা‌চিপা জা‌মে মস‌জিদ উন্নয়ন ক‌মি‌টির সভাপ‌তি চে‌ঙ্গিস খান, বি‌শিষ্ট সমাজ সেবক তা‌হের আলী, মরহুম কামাল আহ‌ম্মেদ এর বড় ছে‌লে ১৩নং ওয়ার্ড যুবলী‌গের সহ সভাপ‌তি পলাশ আহম্মেদ এবং ছোট ছে‌লে আদর আহ‌ম্মেদ সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন, মো. রা‌জিব ভুইয়া, মাহাবুব আলী নেছার, মো. মামুন, মো. রু‌হেদ।

add-content

আরও খবর

পঠিত