নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে নারায়ণগঞ্জের বাসিন্দা রয়েছেন দুইজন। তবে এর মধ্যে একজনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে রোববার বাড়িতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ জানান, নারায়ণগঞ্জ থেকে দুইজন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ছিলেন। রোববার তারা সেখানে ভর্তি হন। পরীক্ষা শেষে একজনের শরীরে কোনো ধরনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়নি। ফলে তাকে রাতেই নারায়ণগঞ্জে পাঠানো হয়। অপরজনের অবস্থাও উন্নতির দিকে।
তিনি আরো জানান, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। লোকজনদের স্বাভাবিক জীবনযাপন করতে কোনো ধরনের সমস্যা নেই।
কিছুদিন আগে ইতালি থেকে দুই ভাই দেশে আসেন। পরবর্তীতে জ্বর হলে তারা একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করান। সেখান থেকে চিকিৎসকরা রাজধানীতে সংশ্লিষ্ট দফতরে বিষয়টি জানান। পর্যায়ক্রমে তাদের দুইজনসহ স্বজনদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়।