বিয়ে বাড়িতে মেহমান সেজে চুরি, আটক ৭

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিয়ে বাড়িতে মেহমান সেজে ও গণপরিবহনে যাত্রী বেশে চুরি করে আসছিলো সংঘবন্ধ একটি চক্র। সে চক্রের সাত সদস্যকে আটক করেছে  র‌্যাব। আটকরা হলেন, শাহজালাল শাংখা, আল কাদির জিলানী, সাদ্দাম, আরিফুল ইসলাম মিঠু, নূর উদ্দিন বাবু, সুজন ও মো. শাহিন মিয়া। ২৭শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অ্যাডিশনাল এসপি নাজমুল হাসান।

এর আগে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের বাঘমারা, রূপগঞ্জের নোয়াপাড়া ও ঢাকার ডেমরায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। এ সময় চোরাই পাঁচটি অত্যাধুনিক স্মার্ট ফোন, একটি স্বর্ণের চেইন,  এক জোড়া স্বর্ণের কানের দুল ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

ওই র‌্যাব কর্মকর্তা জানান, এই চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীতে কখনো গণপরিবহনে সাধারণ যাত্রী বেশে অত্যন্ত কৌশলের সঙ্গে স্বর্ণালংকার, মূল্যবান স্মার্টফোন, ল্যাপটপ ইত্যাদি ও টাকা চুরি করে আসছে।

এছাড়া তারা ছদ্মবেশে বিয়ে বাড়িতে প্রবেশ করে সুবিধাজনক সময়ে মূল্যবান জিনিসপত্র চুরি করে।

add-content

আরও খবর

পঠিত