আলী আহাম্মদ চুনকার স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পৌর পিতা প্রয়াত আলী আহাম্মদ চুনকার স্মরণে হোসাইনিয়া মমতাজিয়া চুনকা সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে পশ্চিম দেওভোগ চুনকা চেয়ারম্যানের বাড়ী সংলগ্ন হোসাইনিয়া মমতাজিয়া চুনকা সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় প্রয়াত আলী আহাম্মদ চুনকার বড় ছেলে মো: আলী রেজা রিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলী আহাম্মদ চুনকার সুযোগ্য কন্যা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।    এ ছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ বিভা হাসান, আলী আহাম্মদ চুনকা’র ছোট ছেলে ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, বঙ্গসাথী ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী ও ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দিনা প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত