পকেট ভরার জন্য রাজনীতি করি না : শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আগামীকাল থাকবো কিনা জানি না। আমাদের সবাইকে একদিন মরতে হবে। এখানে কারও কিছু করার নেই। আপনারা সকলেই ভাল মানুষ। আপনারা সকলেই আমাদের পরিবারের সদস্যদের জন্য হাত তুলে দোয়া করবেন। আমরা পকেট ভরার জন্য রাজনীতি করি না। আমার জানামতে আমার বাবা মা ভাইয়া অত্যন্ত ভাল মানুষ ছিলেন। তাঁরা আমাদের শিখিয়েছেন ভাল মানুষ হওয়ার জন। আপনাদের সকলের কাছেই তাদের জন্য দোয়া ভিক্ষা চাই। আপনাদের জন্যও আমরা দোয়া করবো যেন সকলের নেক বাসনা আল্লাহ তায়ালা পূরণ করে দেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকে (মরোণত্তর) ভূষিত প্রয়াত একেএম শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) পরিবারের পক্ষ থেকে আছরের নামাজের পর হীরা মহল সংলগ্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমার বাবা সামসুজ্জোহার প্রথম মৃত্যুবার্ষিকীতে আপনাদের দাওয়াত দেয়া হয়েছিল। তারপরেও আপনারা আমাদের পরিবারের প্রতি ভালোবেসে তার মৃত্যুবার্ষিকীতে উপস্থিত হয়ে থাকেন। কিন্তু আপনাদের মেহমানদারি কিংবা বসার জায়গা দিতে পারি না। বড় ভাই সেলিম ওসমান বলেছিলেন কবরস্থানে আয়োজন করার জন্য। কিন্তু সেখানে আরও বেশি ঝামেলা হতে পারে। রাস্তা বন্ধ হয়ে গেলে মানুষের সমস্যা হবে। আমরা সকলের কাছে ক্ষমা চাই। আপনারা আমাদেরকে মাফ করে দিবেন।

তিনি বলেন, আপনাদের ঋণ কোনদিনই আমরা শোধ করতে পারবো না। আপনারা আমার পরিবারের জন্য যা করেছেন তা কোনদিনই ভুলার মত নয়। আপনারা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে যদি কোন ভুল করে থাকি তাহলে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের সকলকে যেন খুশি করে যেতে পারি সেই দোয়া করবেন।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, একেএম শামসুজ্জোহার মেঝ ছেলে ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরজুর রহমান ভূইয়া, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার কাজল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল, মুক্তিযোদ্ধা আমিনুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহসীন মিয়া, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুর রশদ ভূইয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

add-content

আরও খবর

পঠিত