নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : বাঙালির প্রেরণার অন্যতম উৎস অমর একুশ। আর মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে পালনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার। এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। বেদিতে রং ও আলপনা আকা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে শহীদ মিনারে দেখা গেছে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশের কড়া পাহারায় আবদ্ধ শহীদ মিনারের চারপাশ। শহীদ মিনারের সামনের সড়কটি ব্যারিকেড দিয়ে আটকে দিয়ে আল্পনায় সাজাচ্ছেন চারুকলার শিক্ষার্থীরা।
আগামীকাল ২১শে ফেব্রুয়ারী শুক্রবার দেশ জুড়ে পালন হবে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি পালন উপলক্ষে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারসহ নারায়ণগঞ্জ জুড়ে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।