নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে বৃহম্পতিবার বিকাল ৪টার দিকে স্থানীয় কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তার সহ আরো চার ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত কারাদন্ড প্রদান করেছেন। আব্দুস ছাত্তারকে ৩ মাস কারাদন্ড দেয়া হয়। তিনি কদমীর চর এলাকার শহীদউল্যাহ ছেলে। এ সময় চারজনকে একমাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে।
এরা হলেন, স্থানীয় বিবিরকান্দী এলাকার জামালের ছেলে কামাল হোসেন, চরপলক লক্ষীপুর এলাকার দুলালের ছেলে নবী হোসেন, জঙ্গল শালিনপুর চট্রগ্রাম এলাকার আব্দুল বাতেনের ছেলে আজিজ ও মুছাপুর সন্দ্বীপ চট্রগ্রাম এলাকার বাতেনের ছেলে মাহমুদ আলী।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মেঘনা নদী থেকে ড্রেজারের সাহায্যে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে তাদের এই দন্ডাদেশ প্রদান করা হয়।