নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রস্তুতি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে চলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও এর চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ। কেউ দেয়ালে লাগানো পোস্টার তুলছেন, কেউ পাইপ দিয়ে পানি ছেটাচ্ছেন, কেউ ঝাড়ু দিচ্ছেন, কেউ আবার রয়েছেন তদারকিতে।
২১ ফেব্রুয়ারি প্রথম প্রহর থেকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করবেন নগরবাসী। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রথম সূর্যদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা শ্যামল পাল বলেন, কাল বাদে পরশু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে আমাদের পরিচ্ছন্ন কর্মীরা শহীদ মিনার পরিষ্কার করে একুশে ফেব্রুয়ারির জন্য প্রস্তুত করছে। ইতিমধ্যে শহীদ মিনারের গাছগুলো পরিষ্কার করে রং করা হয়েছে। আজ শহীদ মিনার ধোয়া হচ্ছে। আগামীকাল সকালের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে।