নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সদর উপজেলায় দুই ইয়াবা ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) শেখ রাজিয়া সুলতানার আদালতে আসামীদের অনুপুস্থিতিতে এ আদেশ দেন বিচারক।
সাজাপ্রাপ্ত আসামী সাজাপ্রাপ্ত আসামী নূর আলম পান্টু (৩০) কাশিপুর ফরাজিকান্দা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ও রিপ্ত চন্দ্র দাস পশ্চিম দেওভোগ সৈয়দ আলী ভিলার ভাড়াটিয়া। এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট জাসমীন আহম্মেদ। তিনি জানান, আসামীদের দোষী করে তাদের অনুপুস্থিতিতে আদালত এ আদেশ দেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৭ অক্টোর পাইকপাড়া বড় মসজিদ এলাকার টহল পুলিশ তাদের আটক করে তল্লাশী করলে ৭শ পিস ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।