নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আদালতপাড়ায় ভুয়া কাজিসহ ৪ জনকে আটক করেছে র্যাব-১১। এ সময় জাল স্ট্যাম্প, দলিল ও কম্পিউটার উদ্ধার করা হয়। বুধবার দুপুরে জেলা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ইসলাইল হোসেন, সফিকুল ইসলাম, চঞ্চল ও ভুয়া কাজি কবির হোসেন।
অভিযানে নেতৃত্ব দেয়া র্যাব ১১-এর অতিরিক্ত এসপি জসিম উদ্দিন জানান, তারা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে জাল দলিল, ভুয়া স্ট্যাম্প ও কাবিননামা তৈরি করত। অভিযানে এর সত্যতা পাওয়ায় তাদের আটক করা হয়েছে।