নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : শহরের টানবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাই সূতাসহ ২ জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, চট্টগ্রাম (উত্তর) গোয়েন্দা পুলিশ এখানে অভিযান চালিয়েছে। আমরা তাদেরকে সহযোগিতা করেছি। তারা এখান থেকে ১০ টন ৩শ ৭৬ কেজি চোরাই সূতা উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করে নিয়ে গেছেন।