রাতভর ডি‌জে বা উচ্চশব্দে বক্স বাজালে পু‌লিশ ব্যবস্থা নি‌বে : অ‌তি. পু‌লিশ সুপার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল – ক ) মো. মেহেদী ইমরান সিদ্ধিকী বলেছেন,  অ‌নেক সময়ই রাতভর ডিজে পার্টি বা উচ্চস্বরে শব্দ করে সাউন্ড বক্স বা মাইক বাজায়। এর কারণে অনেকেরই রাতে ঘুমাতে সমস্যা হয়। শিক্ষর্থীদের পড়ালেখায় সমস্যা হয়। এটা করা যা‌বেনা। আনন্দ ‌যেন কা‌রো ক্ষ‌তির কারণ না হ‌য়ে দাড়ায় সে‌দিকটা খেয়াল রাখ‌তে হ‌বে। আর এজন্য আপনারা এলাকার মুরব্বীরা একটু সহ‌যোগীতা কর‌বেন। প্র‌য়োজ‌নে সময় সীমাবদ্ধ ক‌রে দি‌বেন। দরকার হ‌লে আমা‌দের জানা‌বেন, রাতভর ডি‌জে বা উচ্চশব্দে বক্স বাজালে পু‌লিশ ব্যবস্থা নি‌বে।

বুধবার ( ৫ ফেব্রুয়ারি) বেলা ৩টায় শহরের দেওভোগ ২৬ ও ২৭ নং বালক বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পুলিশের ওপেন হাউজ ডে (উন্মুক্ত দিবস) অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব্য তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানার ( অপারেশন ) ইনস্পেক্টর আব্দুল হাই, নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, বিকেএমইএ পরিচালক ও মাহানগর আওয়ামীলী‌গের কৃষি বিষয়ক সম্পাদক মো. কবির হোসেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও কমিউনিটি পুলিশের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সায়েম সিদ্দিকী, দেওভোগ পোষাক প্রস্তুত কারক মালিক সমিতির সাধারন সম্পাদক বাবুল দেওয়ান, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানি।

বিকেএমইএ পরিচালক ও মাহানগর আওয়ামীলী‌গের কৃষি বিষয়ক সম্পাদক মো. কবির হোসেন এবং স্থানীয়‌দের ‌ভোগা‌ন্তির এমন অ‌ভি‌যোগের ভি‌ত্তি‌তে অতিরিক্ত পুলিশ সুপার আ‌রো ব‌লেন, ওয়াজ মাহফিল বা হিন্দুদের পূজা সহ ধর্মীয় ক্ষে‌ত্রে ভিন্ন বিষয়। এখন আমরা পুলিশরা বন্ধ করতে গেলে দেখা যায় কেউ অন্যভা‌বেও নি‌তে পারে। তাই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন বসে ঠিক করেন যে রাতে কতটা পর্যন্ত গান বাজনা বা মাইক বাজাতে পারবে। পু‌লিশ সবসময় আপনা‌দের সহ‌যোগীতায় পা‌শে আ‌ছে।

এছাড়াও উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠন শিকড় এর সাবেক সভাপতি দিনার, উল্লাস, সন্ধি সামাজিক সংগঠনের সভাপতি নুর উদ্দিন সাগর, সাধারন সম্পাদক মাসুদুর রহমান, মানুষের জন্য আমরা সংগঠনের সভাপতি ইসহাক হোসেন বাপ্পি, সাধারন সম্পাদক মাসুদ রানা লাল সহ ‌বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক, অরাজ‌নৈতিক সংগঠ‌নের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

add-content

আরও খবর

পঠিত