নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের কালিরবাজারে সরস্বতী পূজা পরিদর্শন করেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। ৩০ জানুয়ারি কালিরবাজার কেসি নাগ রোড এই সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীবৃন্দ কাউন্সিলার খোরশেদকে ফুলেল শুভেচ্ছা জানায়।
মন্ডপ পরিদর্শন শেষে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ উপস্থিত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কালে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহারে সতর্ক হওয়ার আহবান জানিয়ে বলেন, কলেজ জীবনের আগে এন্ড্রয়েড মোবাইল ব্যবহার থেকে বিরত থাকতে হবে। নতুবা ছাত্র জীবন ব্যাহত হবে। তিনি অভিবাবকদেরও এ বিষয়ে সর্তক থাকার অনুরোধ করেন।