এই জয় মুজিব বর্ষের আনন্দকে আরো দ্বীগুন করে দিয়েছে : এড. রাশেদ ভূঁইয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিজয়ী হওয়ার পর জেলা আইনজীবী সমিতির নতুন ক্রীড়া সম্পাদক রাশেদ ভূঁইয়া বলেন, মুজিব বর্ষে এ জয় আনন্দকে আরো দ্বীগুন করে দিয়েছে। যার অনুভুতি ব্যাখ্যা করার মতো নয়। আমাকে পূনরায় বিপুল ভোটে বিজয়ী করায় আমি সকল বিজ্ঞ আইনজীবীদের ধন্যবাদ জানাই। আমি আমার রাজনৈতিক নেতা  আমার বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খী সহ সকলের নিকট চিরকৃতজ্ঞ। তাদের সর্বাত্মক সহযোগীতা না থাকলে আমি এতদুর আসতে পারতাম না।

বুধবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে প্রধান নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে ৯২২ ভোটের মধ্যে ৬৩২ ভোট কাস্ট হয়। যার প্রায় সব ভোটই পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ সমর্থিত মোহসীন-মাহাবুব প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে ৫৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এড. মোহাম্মদ রাশেদ ভূঁইয়া। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এড. জিয়াউল আহমেদ ভূঁইয়া পেয়েছেন মাত্র ১৯ ভোট।

নির্বাচনের ফল ঘোষণার পর অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল বলেন, আল্লাহর অশেষ রহমতে সকল ষড়যন্ত্রকে পাঁশ কাটিয়ে আমরা বিজয় হলাম। মঙ্গলবার বিএনপি পন্থীরা তাদের পরাজয় জেনে একটি নাটক সাজিয়ে একদিন আগেই সকলের স্বাক্ষর নিয়ে ভোট থেকে সড়ে দাড়িয়েছে। তারা নির্বাচনে আসলে বাকি ৩০ শতাংশ ভোটই পেত।

জানা গেছে, কাস্ট হওয়া ৬৩২ ভোটের মধ্যে ৬২২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাড. মোহসীন মিয়া। অন্যদিকে নির্বাচন বর্জন করেও সভাপতি পদে ৫টি ভোট পেয়েছেন অ্যাড. সরকার হুমায়ূন কবির। সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ মনোনীত প্যানেলের অ্যাড. মাহবুবুর রহমান পেয়েছেন ৫৯৪ ভোট। ভোট বর্জন করার পরও ২৩টি ভোট পড়েছে অ্যাড. আবুল কালাম আজাদ জাকিরের নামে।

add-content

আরও খবর

পঠিত