রূপগঞ্জে দুটি রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে বকেয়া বেতন ভাতার দাবিতে দুটি রপ্তানি মুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরপা অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানা ও বিকেলে হাটাব হান্ডি মার্কেট এলাকার সিনহা গ্রুপের পৃথা ফ্যাশন নামের কারখানায় এ শ্রমিক অসন্তোষ দেখা দেয়।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানায় প্রায় ৬ থেকে ৭ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন ভাতা পরিশোধ করার থাকলেও চলতি মাসের (জানুয়ারী) ১১ তারিখ হয়ে গেলেও মালিকপক্ষ বেতন ভাতা পরিশোধ করেননি। বিকেলে শ্রমিকরা ডিসেম্বর মাসের বকেয়া বেতন ভাতা চাইতে গেলে মালিক পক্ষ দিতে পারবেনা বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে উঠে শ্রমিকরা। এক পর্যায়ে শ্রমিকরা একত্রিত হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে করে সড়কের উভয় দিকে যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে রূপগঞ্জ থানা ও ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের সঙ্গে কথা বলে দাবি দাওয়ার বিষয়টি শুনেন। পরে মালিক পক্ষের সঙ্গে কথা বলেন। তখন মালিকপক্ষ আগামী ২৩ জানুয়ারী বকেয়া বেতন ভাতা পরিশোধ করবেন বলে আশস্থ্য করেন। পরে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।

এ বিষয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, বকেয়া বেতন ভাতা দিতে দেরি হওয়ায় শ্রমিকরা উত্তেজিত হয়েছিলো। পরে তাদের বুঝানোর পর শান্ত হয়ে যায়। আগামী ২৩ জানুয়ারী শ্রমিকদের সম্পূর্ণ বেতন ভাতা পরিশোধ করা হবে।

অপরদিকে, বকেয়া বেতনভাতা ও শ্রমিকদের অন্যান্য পাওনাদীপরিশোধের দাবীতে অবস্থান কর্মসুচী এবং বিক্ষোভ মিছিল করেছে কারখানা শ্রমীকরা। শনিবার সকালে উপজেলার হান্ডি মার্কেট এলাকার সিনহা গ্রুপের পৃথা ফ্যাশনে এ শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এসময় বিক্ষুব্ধ শ্রমীকরা জানায়, পৃথা ফ্যাশনে কর্মরত ২৬৬ জন শ্রমিকের পাওনা বেতন, ৫৬ জনের চাকুরী ছাড়ার এককালীন ভাতাসহ অন্যান্য পাওনা পরিশোধ না করে রাতের আধারে কারখানা গেইটে নোটিশ ঝুলিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ। তাদের নোটিশে বলা আছে, ৬০ দিনের মধ্যে সকল শ্রমিকের সকল পাওনা পরিশোধ করা হবে। অথচ তারা সেই শ্রমিকদের পাওনা পরিশোধ না করেই কারখানার সকল মালামাল নিয়ে যাচ্ছে। শীগ্রই শ্রমিকরা তাদের তাদের বেতন না পেলে পেলে বৃহৎ আন্দোলনের হুশীয়ারী দেয় তারা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, পোশাক কারখানা এলাকায় অতিরিক্ত  পুলিশ মোতায়েন রয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

add-content

আরও খবর

পঠিত