আড়াইহাজারে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে স্থানীয় পুরিন্দা এলাকায় ফোরউইংস লি: নামে একটি গার্মেন্টেসে বকেয়া বেতনের দাবিতে বুধবার প্রতিষ্ঠানটির শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

শ্রমিকরা সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ মিছিল করতে থাকে। এক পর্যায়ে ক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় সড়ক অবরোধ করে রাখে। প্রায় দুই ঘন্টাব্যাপী যানচলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে।

খবর পেয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন, সহকারি কমিশনার (ভূমি) উজ্জল হোসেন ও সাতগ্রাম ইউপি চেয়ারম্যান অদুদ মাহমুদ ঘটনাস্থলে যান। পরে আড়াইহাজার থানা ও কাঁচপুর হাইওয়ে পুলিশের সহযোগিতায় শ্রমিকদের শান্ত করা হয়। সোহাগ হোসেন বলেন, অক্টোবরের বেতনসহ অন্যান্য সুবিধাদী আজ (বৃহম্পতিবার) পরিশোধ করতে প্রতিষ্ঠানের মালিক পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের ম্যানেজার আরজু বলেন, দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে প্রতিষ্ঠানের কিছু শ্রমিকের মধ্যে অসন্তোষ দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।

add-content

আরও খবর

পঠিত