সোনারগাঁয়ে নতুন ইউএনও রকিবুর রহমান খাঁনের যোগদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁ উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন রকিবুর রহমান খাঁন। ২১ নভেম্বর (বৃহস্পতিবার) তিনি সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা  হিসাবে যোগ দেন। ১১ নভেম্বর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ঢাকা এর মো. সেলিম রেজার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারী করা হয়েছে। একই সঙ্গে রকিবুর রহমান খাঁন (১৬৬৯২) কে নতুন নির্বাহী অফিসার হিসেবে সোনারগাঁয়ে যোগদানের আদেশ করা হয়েছে।

১৮ সেপ্টম্বর ২০১১ সালে তিনি সহকারি কমিশনার হিসাবে জেলা কার্যালয়, চাঁদপুরে যোগদান করেন। পরবর্তীতে সহকারী কমিশনার (ভুমি) হিসাবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে, সহকারী কমিশনার (ভুমি) নেত্রকোণা পূর্বধলা, ঢাকা মতিঝিল ও ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেল-এ দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদানের পূর্বে তিনি রাজউকের উপ-পরিচালকের দায়িত্ব পালন করেন। ২৯ তম বিসিএস (প্রশাসন) একজন কর্মকর্তা, সোনারগাঁ উপজেলার নিবার্হী অফিসার হিসাবে নতুন কর্মজীবনে যোগদান করেন।

রকিবুর রহমান খাঁন ২৯ তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। ১৮ সেপ্টম্বর ২০১১ সালে তিনি সহকারি কমিশনার হিসাবে জেলা কার্যালয়, চাঁদপুরে প্রশাসনে তার কর্ম জীবন শুরু করেন। রকিবুর রহমান খাঁন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গর্বিত সন্তান। তিনি বিএসসি ইন সিভিল ইন্ঞ্জিনিয়ারিং(বুয়েট) হতে ডিগ্রি লাভ করেন।

রকিবুর রহমান খাঁন বলেন, সোনারগাঁ উপজেলা সারা দেশের মাঝে একটি মডেল উপজেলা। সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। সোনারগাঁয়ের সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধি ও সকল রাজীতিবিদদের নিয়ে একটি সুখি সমৃদ্ধ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

add-content

আরও খবর

পঠিত