নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : রাজধানীর উত্তর বাড্ডায় ছেলে ধরা গুজব ছড়িয়ে তাসলিমা বেগম রেনুকে হত্যার ঘটনায় প্রধান আসামি হৃদয়কে (১৯) আটক করেছে পুলিশ।
২৩ জুলাই মঙ্গলবার রাত ৮ টার দিকে নারায়ণগঞ্জের রুপগঞ্জের ভুলতা এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিবি পূর্ব বিভাগের একটি টিম হৃদয়কে আটক করে। বর্তমানে তিনি আমাদের হেফাজতে রয়েছে। ওই ঘটনায় জড়িত অভিযোগে এর আগে ছয়জনকে আটক করা হয়। হৃদয়কে নিয়ে সাত জন আটক হলো।
প্রসঙ্গত, গত ২০ জুলাই শনিবার সকালে ঢাকার উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাসলিমা বেগম রেনুকে (৪০) ছেলে ধরা গুজব ছড়িয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। দুই ছেলে মেয়েকে ভর্তির জন্য সেখানে খোঁজ নিতে গিয়ে গুজবের কবলে পড়ে গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়। পরের দিন রোববার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর সোনাপুর গ্রামের পারিবারিক কবরস্থানের বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়েছে।
এ ঘটনায় তাঁর বোনের ছেলে সৈয়দ নাসির উদ্দিন টিটু অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা মামলা করেছেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।