নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জেলা মহিলা সংস্থার সভাপতি ও সাংসদ শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি বলেছেন, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে কাজ করবেন আর আমরা আপনাদের পেছনে থাকবো। আপনারা আমরা নিজ নিজ হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে এতোটাই উন্নয়ন করবো ইনশাআল্লাহ তখন কারোও ঘরে এধরনের অনুদানের জন্য অপেক্ষা করতে হবে না ।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনের হল রূমে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়নের অফিসের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্তণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির অধীনে দরিদ্র ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরী বাবদ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
সালমা ওসমান লিপি আরোও বলেন, বাংলাদেশ সরকারের টিম হিসেবে সদর উপজেলার টিম যে কাজ করছে তাই আপনাদের আমানত আপনারা ফিরে পাচ্ছেন। আজকে যাদের মাধ্যমে আপনারা এসকল সুযোগ-সুবিধা পাচ্ছে তারা হচ্ছেন আমাদের সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ। তারা এতোটাই সুযোগ্য যে সরকার আপনাদের জন্য যে ভাতা পাঠাচ্ছেন তা আমানত সরোপ রেখে তা আপনাদের মাঝে বন্টন করে দিচ্ছেন। তারা কখনো আমানতের খিয়ারত করেন না ।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদ বিশ্বাস, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যক্ষ ড. শিরিন বেগম, ফতুল্লা ইউনিয়নের পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।